Ads

 বন্ধুরা আমরা সাধারনত ওয়েবসাইট বানাই টাকা ইনকামের জন্য।

আর টাকা ইনকামের জন্য আমরা বিভিন্ন কোম্পানির অ্যাড বসাই।এই অ্যাডে যতক্লিক পড়বে আমাদের ইনকাম ততবৃদ্ধি পাবে।

আর ওয়েবসাইটে অ্যাড বসানোর জন্য একটি বিশ্বস্ত কোম্পানি হচ্ছে গুগল অ্যাডসেন্স।

আপনি যদি আপনার সাইটে অ্যাডসেন্স পেতে চান তবে আপনাকে অবশ্যই অ্যাডসেন্সের নিয়ম নিতি মেনে চলতে হবে।



আর নিয়ম মেনে ওয়েবসাইট পরিচালনা করলে আপনি অবশ্যই অ্যাডসেন্স পাবেন আর আপনিও টাকা ইনকাম করতে পারবেন।

আপনি ওয়েবসাইট বানালেন কিন্তু অ্যাডসেন্স এর কোনো নিয়ম মানলেন না তাহলে আপনি অ্যাডসেন্স পাবেন নাহ। আর আপনি আপনার সাইটের জন্য যতবার আবেদন করবেন ততবার অ্যাডসেন্স রিজেক্ট খাবেন।


দেখে নিন কেন আপনার সাইট অ্যাডসেন্স রিজেক্ট হয়ঃ

১) আপনার সাইট অ্যাডসেন্সে রিজেক্ট হওয়ার অন্যতম কারন হচ্ছে নিম্নমানের কন্টেন্ট।নিম্নমানের কন্টেন্ট মানে আপনার সাইটের কন্টোন্ট খুবই ছোট ছোট। 

২) আপনার সাইটে কপি পেষ্ট করা পোষ্ট থাকলে আপনি কখনোই অ্যাডসেন্স পাবেন না।তাই আবেদন করার আগে কপি পেষ্ট পোষ্ট আছে কীনা তা চেক করুন।

৩) আপনার সাইটে কোনো এডাল্ট কন্টেন্ট পাওয়া গেলে আপনি অ্যাডসেন্স থাকলে আপনি সোজাসুজি রিজেক্ট হবেন। 

কারন এডাল্ট কিছু যেমন সকলের কাছে ঘৃনিত তেমনি গুগলের কাছেও নিকৃষ্ট ও ঘৃনিত।

৪) আপনার সাইটে কোনো ফাকা পেইজ বা Invalid লিংক যাতে না থাকে সে চেষ্টা করুন।কারন অনেক সময় ইনভ্যালিড পেইজের জন্য অ্যাডসেন্স পাওয়া যায় না। আপনার সাইট অ্যাডসেন্সে আবেদন করার আগে অবশ্যই ফাাা পেইজ ও 404 Not Found পেইজ বা লিংক সরিয়ে দিন।

৫) আপনার সাইটে যদি কোনো মৌলিক পেইজ না থাকে তাহলেও অ্যাডসেন্স পেতো বাধা প্রদান করে।মৌলিক এই চারটি পেইজ থাকতে হবেঃ About us, contact us, privacy policy, term of use এই চারটি পেইজ যুক্ত করুন।

৬) আপনার ওয়েবসাইটের ডোমেইনের বয়স যদি ১ মাসের বেশি না হয় তাহলো অ্যাডসেন্স পাবেন না।

আর আপনার সাইটে যদি কোনো ফ্রি ডোমেইন থাকে তাহলে তা পরিহার করুন।কারন ফ্রি ডোমেইনে অ্যাডসেন্স পাওয়া যায় না।


সমাধান সমূহঃ

১) আপনার সাইটে ভালো মানের ইউনিক কন্টেন্ট লিখুন।যেকন্টেন্টে সকলের আগ্রহ বেশি সেসব কন্টেন্ট লিখুন।

কন্টেন্ট লিখলে কন্টেন্টের পরিমান যাতে ৫০০ শব্দের বা তার বেশি হয় সেদিকে খেয়াল রাখুন।

২)সাইটে কখনো কপি পেষ্ট পোষ্ট লিখবেন না।

৩) সাইটে কখনো এডাল্ট বিষয় নিয়ে লিখবেন না।

অ্যাডসেন্স রিজেক্ট হওয়ার জন্য এডাল্ট কন্টেন্টেই যথেষ্ট।

৪) আপনার ওয়েবসাইটে মৌলিক পেইজ গুলো যুক্ত করুন।

৫) সাইটের জন্য পেইড ডোমেইন ব্যবহার করুন।

চেষ্টা করবেন ডোমেইনটি যাতে. com হয়।


বন্ধুরা আশা করি এভাবে ওয়েবসাইট পরিচালনা করলে আপনার সাইট আর কখনো রিজেক্ট হবে না।

বন্ধুরা আর্টিকেলটি তোমাদের কাছে কেমন লাগলো।

ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুকঃফেসবুক

Post a Comment

Previous Post Next Post