Ads

 বন্ধুরা তোমরা যারা ওয়েবসাইটে কাজ করো তোমাদের জন্য একটি খুশির সংবাদ।

তোমাদের সাইটের এসইও চেক করার জন্য আমি একটি ফাইন অ্যাপ নিয়ে এলাম।



কিন্তু তার আগে কিছু কথা বলে নিইঃ

বন্ধুরা আমাদের ওয়েবসাইট যাতে গুগল সার্চে টপ লিষ্টে থাকে সেজন্যে আমরা আমাদের সাইটকে বিভিন্নভাবে SEO করে থাকি।

আর এসইও করার জন্য আমাদের সাইট যেকোনো সার্চইন্জিনে ভিজিবল হয়।


SEO কী?

বন্ধুরা SEO সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর সংক্ষিপ্ত নাম।

এসইও করা মাধ্যমে আপনার সাইট সার্চ ইন্জিনে টপ র্যাংকিংয়ে থাকে।

এসইওকে সার্চ ইন্জিন সহায়ক বললেও ভুল হবে না।

কারন এসইও এর প্রধান কাজই হচ্ছে সাইটকে সার্চ ইন্জিনে জুড়ে দেওয়া।


SEO করার উপকারিতাঃ

এসইও করার উপকারিতা অনেক।

আপনি একটি নতুন সাইট খুললেন এখন সেটি জনগনের কাছে সার্চের মাধ্যমে পৌছে দেওয়া হচ্ছে এসইও এর প্রধান কাজ।

এসইও করার মাধ্যমে আপনার সাইট সার্চইন্জিনে দেখা যাবে বা খুজে পাওয়া যাবে ফলে আপনার ব্লগে অনেক ভিজিটর পাবেন।

আর অনেক ভিজিটর পাওয়ার কারনে আপনার ইনকাম বেগে যাবে।


SEO কীভাবে করবেনঃ

বন্ধুরা তোমরা তোমাদের সাইটকে নানানভাবে এসইও করতে পারবেন।

এসইও করার প্রথম ধাপটি হচ্ছে আপনার সাইটে বিভিন্ন মেটাটাগ যুক্ত করে গুগল সার্চ কনসোলে যুক্ত করা।

সার্চ ইন্জিনে যুক্ত করলে সার্চ ইন্জিন আপনার সাইটকে খুব সহজেই খুজে বেড় করতে পারবে।

এসইও করার আরেকটি উপায় হচ্ছে সাইট ডিজাইনের সময় বিভিন্ন হেডিং দিয়ে সাজানো এবং পোষ্ট বিভিন্ন হেডিং দিয়ে করা।


সাইটকে এসইও করার পদ্ধতি নিশ্চয় আপনারা জেনে থাকবেন তাই আমি আর কথা বাড়াবো না।

তোমরা যারা সাইটকে এসইও করেছেন তোমরা তোমাদের সাইটের এসইও এর অবস্থা কেমন তা চেক করার জন্য আমি একটি অ্যাপ নিয়ে এলাম।

যে অ্যাপটি দিয়ে তোমরা তোমাদের সাইটের এসইও এর অবস্থা জানতে পারবে এবং কোথাও এসইও ভুল হলে তা সঠিক করতে পারবে।

অ্যাপটির সাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের সাইট কতটুকু গুগলে রেংক করবে।

বন্ধুরা এই এপটি তোমরা একদম বিনামূণমল্যে ব্যবহার করতে পারবে।

শুধু মাত্র তোমাদের ফোনে ইন্টারনেট সংযোগ থনকলেই হবে।

এপটি দিয়ে আমিও আমার সাইটের এসইও চেক করেছি।


বন্ধুরা চলো দেখে নিই কীভাবে চেক করবেনঃ

ধাপ-১)

প্রথমে অ্যাপটি অপেন করে নিন। দেখুন এখানে একটি বক্স আছে এবং লেখা রয়েছে Enter Your website, এখানে আপনার সাইটের URL দিবে।

তারপর Perform Seo Check এ ক্লিক করুন।



ধাপ-২)

দেখুন আপনার সাইট এনালাইজ করছে।



ধাপ-৩)

দেখুন আমার সাইটের এসইও 72% করা হয়েছে।

এখানে আপনার সাইটেরটাও দেখাবে।



ধাপ-৪)

দেখুন এখানে এসইও এর পরিসংখ্যান দেখাচ্ছে।



ধাপ-৫)

এখানে সাইটের মেটাটাগ ঠিক কীনা তা দেখাবে। আমার সাইটের মেটা টাগ ১০০% সঠিক।



বিঃদ্রঃ অ্যাপটিতে আরো অনেক ফিচার আছে যা আপনি ব্যবহার করলেই দেখতে পারবেন।

আপনার সাইটের কন্টেন্ট ইউনিক কীনা তাও দেখতে পারিবেন।


বন্ধুরা তোমাদের যাদের অ্যাপটি পচন্দ হয়েছে তোমরা অ্যাপটি ডাউনলোড করে নিনঃ

Download app

বন্ধুরা আমাদের প্রতি তোমাদের কোনো মতামত থাকলে আমাদরে জানাতে পারো।

1 Comments

Post a Comment

Previous Post Next Post