Ads

 বন্ধুরা স্মার্টফোন হোক কোনো জরুরি প্রয়োজনের বন্ধু বা হোক আমাদের শিক্ষার ক্ষেত্রে সাহায্যকারী।

স্মার্টফোন যেনো আমাদের জীবনের একটি অংশ হয়ে পড়েছে।

আর নিজের স্মার্টফোনকে আরো সুন্দর লুক দিতে আমরা ব্যবহার করি ভিবিন্ন অ্যাপ।

হোক হোম অ্যাপ বা হোক কোনো ডিজাইনিং অ্যাপ।

হোম অ্যাপ হিসেবে ব্যবহার করি ভিবিন্ন লাঞার অ্যাপ।

আর লাঞার অ্যাপের মাধ্যমে নিজের ফোনকে আরো সুন্দর করে কাষ্টমাইজ করা যায়।হয়তো তোমার কাছে তোমার ফোনের ডিজাইনটা ভালো লাগছে না তখন আপনি কাষ্টম লাঞার অ্যাপ দিয়ে নিজের ফোনকে সুন্দর করতে পারো।



বন্ধুরা তোমরা যাতে তোমাদের ফোনকে সহজেই কাষ্টমাইজ করতে পারো সেজন্যে আমি তোমাদের কাছে একটি লাঞার অ্যাপ শেয়ার করছি।

অ্যাপটি মুলত প্রিমিয়াম অ্যাপ যা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

এই অ্যাপটি যদি আপনি টাকা দিয়ে কিন্তে চান তবে আপনার প্রায় ১৫০ টাকার মতো খরচ হতে পারে।

তাই আমি আপনাদেরকে ফ্রিতে ডাউনলোড করার জন্য দিবো।


অ্যাপ ডেভেলপারগন কেন অ্যাপকে ফ্রি আর প্রিমিয়াম দুইভাবে ভাগ করে দেখুনঃ

ফ্রি ভার্সনে অ্যাড থাকে কেনো?


ফ্রি ভার্সনে অ্যাড থাকে কারন ডেভেলপার রা তারা কষ্ট করে মেধাশ্রম দিয়ে কোনো অ্যাপ তৈরি করে।

এতে তাদের কিছু টাকা ইনকাম দরকার।

তাই তারা গুগল অ্যাডমব দ্বারাতে তাদের অ্যাপে অ্যাড বসায়।

এতে তাদের কিছু পরিমান টাকা ইনকাম হয়।

ঠিক আমরা যেভাবে ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স এড বসাই তেমনি অ্যাপে বসানো হয় গুগলের এডমোব অ্যাড।

আর সেই অ্যাড থেকে তারা কিছু পরিমান টাকা আয় করে।


প্রিমিয়াস অ্যাপ কিনতে টাকা লাগে কেনো?

প্রিমিয়াম অ্যাপ ডাউনলোড করতে টাকা লাগে কারন প্রিমিয়াম অ্যাপে কোনো অ্যাড থাকে না।

ফলে তাদের কিছু পরিমান টাকাও ইনকাম হয়না।

আর সেজন্যই প্রিমিয়াম অ্যাপ ডাউনলোড করতে টাকা লাগে।


বন্ধুরা এতক্ষন ফ্রি আর প্রিমিয়াম অ্যাপের পাথ্যর্ক বোঝতে পেরেছেন।


এখন দেখে নিন XLuncher এর প্রিমিয়াম অ্যাপের কিছু বৈশিষ্ট দেখুনঃ

১) অ্যাপে কোনো অ্যাড নাই।

২) অ্যাপে লক করা ফিচার গুলোনআনলক করা।

৩) Notification Dots একসেস সুবিধা।

৪) ফোনকে আইফোনের মতো করা।

৫) যতখুশিরম ইচ্ছা থিম ইন্সটল কর যাবে।

৬) অ্যাপ হাইড করা যায়।

৭) 3D Touch সাপোর্টেড।

৮) ডেস্কটপ সাইডবার আছে। 


অ্যাপের কিছু স্ক্রিনশট দেখুনঃ

এটি হচ্ছে ডেস্কটপ সাইডবার।



এটি হচ্ছে আইফোন স্টাইল অ্যাপ লিষ্ট।



এটি হচ্ছে অ্যাপ হাইড করার অপশন।



আইফোন স্টাইল Controll panel এটি।



বন্ধুরা তোমাদের অ্যাপটি কেমন লাগবো।

নিশ্চয় ভালঁ লেগেছে।

নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিনঃ

ডাউনলোড অ্যাপ

যদি আপনি মনে করো আমাদের সাথে আপনার যোগাযোগ করা প্রয়োজন তবে ফেসবুক পেইজটি একটি লাইক দিয়ে ম্যাসেজ করুন।

ফেসবুক পেইজ

Post a Comment

Previous Post Next Post