Ads

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?
আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
তবে এখন আপনাদের মন ভালো করার জন্য একটি এন্ড্রুয়েড টিপস নিয়ে এলাম।
আপনারা যদি আপনার স্মার্টফোনের স্ক্রিনলক করেছেন কিন্তু এখন পাসওয়ার্ড ভুলে গেছেন ।
এখন আপনি আপনার পরিবার এর সাথে যোগাযোগ করতে পারছেন না তারা এই ট্রিক অনুসরন করে কল করতে পারবেন ।


নিচের স্ক্রিনশট অনুসরন করুনঃ  

১) প্রথমে সেটিংসে যান এবং Account and service সিলেক্ট করুন,
২) এবার Emergency Information তে ক্লিক করুন,
 ৩) add contact এ ক্লিক করুন।
৪) এবার আপনি আপনার পচন্দমতো কন্টাক্ট যোগ করুন।


আপনার কাজ শেষ।
এবার যদি আপনি আপনার ফোনের লক ভুরে যান তবুও যেকোনো স্থানে কর করতে পারবেন।

এবার দেখে নিন স্ক্রিন লক ভুলে গেলে কীভাবে কল দিবেনঃ

  ১) এবার Emergebcy তে ক্লিক করুন ।

২)
এবার Emergency Information তে ক্লিক করুন। 
৩) দেখুন আপনি সেটিংসে গিয়ে যে নাম্বার গুলো সেভ করেছিলেন সেগুুুলো এখানে দেখাচ্ছে।



৫)এবং যোগ করা  নাম্বারের উপর টেপ করলে সিম সিলেক্ট করতে হবে। 

সিম সিলেক্ট করুন ।


দেখুন কল  যাচ্ছে ।




বিঃদ্রঃ  ফোনে লক দেওয়ার আগেই নাম্বার গুলো সেভ করতে হবে ।

আপনি নিশ্চয় বোঝতে পেরেছেন ।
বিঃদ্রঃ এই পোষ্টটি আমি প্রথম এখানে করেছি । এই পোষ্ট অন্য কোথাও পাবেন না । তাই আপনাদের কে অনুরোধ করে বলছি এই পোষ্টটি আপনারা কপি করবেন না । আর যদিও কপি করেন তবে এই সাইটের ক্রেডিট দিবেন । অথবা আমার অনুমতি নিয়ে কপি করবেন ।
এমন আরো ট্রিক পেতে আমাদের সাথে থাকুন।

2 Comments

Post a Comment

Previous Post Next Post