Ads

 

বন্ধুরা ব্লগিং করতে কারই বা ভালো না লাগে, ব্লগিং যেন আমাদের জীবনের একটি অংশ হয়ে পড়েছে।

এখানে আবার অনেকে ব্লগিং করে বিনাকারনে মানে নিজের ইচ্ছা থেকে আবার অনেকে ব্লগিং করে টাকা ইনকামের উদ্যেশে।

আপনি যেকারনেই ব্লগিং করেন না কেন আপনার প্রয়োজন হবে সুন্দর কিছু থিম।

আর আপনি যদি প্রফেশনাল ভাবে ব্লগিং করেন তবে আপনার প্রয়োজন প্রফেশনার ব্লগার থিম যেগুলো দেখতে অনেক সুন্দর ও আকর্ষনীয়।

আর ব্লগিং করতে গেলে সবার আগে প্রয়োজন নিজেকে একজন যোগ্য ব্লগার করে তোলা।আর এর পরের ধাপ হচ্ছে ব্লগিয়ের 

জন্য নানান গুরুত্বপূর্ণ উপাদান, যেমন পেইড ডোমেইন,পেইড হোস্টিং,পেইড থিম। 



আর আপনি যদি ব্লগারে ব্লগিং করেন তবে এটিই হবে আপনার নাম্বার ওয়ান চয়েস।

কারন ব্লগারে ব্লগিংয়ে কোনো টাকার প্রয়োজন নেই আপনি সারা জীবন ফ্রিতেই ব্লগিং করে যেতে পারবেন।

আপনি ইচ্ছে করলে বিনাপয়সায় ব্লগিং করতে পারেন তবে তার জন্য আপনার প্রয়োজন কিছু পেইড থিম যা হতে হবে মোবাইল ফ্রেন্ডলি।


আজ আমি এই পোষ্টে আপনাদের জন্য নিয়ে এলম ২০২১ সালের সেরা ৪টি ব্লগার থিম যা আপনি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

৪ টি থিম সম্পর্কে নিচে দেওয়া হলঃ


১// GNews Premium:

আমি আপনাদেরকে সর্বপ্রথমে যে থিমটি সাজেস্ট করবো সেটি হচ্ছে GNews থিম।

ব্লগারের জন্য একটি চমৎকার থিম যা আমিও অনেকদিন ব্যবহার করেছি।

জিনিউজ একটি সুন্দর ও রেস্পন্সিবল থিম যেখানে মোবাইল ও ডেস্কটপ ভার্সন দুটোই আছে।

থিমটির স্পিড টেস্টে রেজাল্ট ৯৯% দ্রুত গতির এবং অসাধারন ডিজাইনের একটি থিম।

থিমের অন্যতম একটি বৈশিষ্ট হচ্ছে থিমে ডার্কমোড ও RTL ভার্সন সাপোর্টেড।

অনেক থিম রয়েছে যেগুলোতে ডার্কমোড নেই।

আরো একটি সুবিধা হচ্ছে থিমে যে সাইডবার সেটি আপনি ইচ্ছে করলেই ডানে বা বামে নিতে পারবেন।

চমৎকার এই থিমটি আপনার পচন্দ হবে।Download

২// FlatBlog :

আপনাদের জন্য ২ যে থিমটি নিয়ে এলাম সেটিও খুবই জনপ্রিয় থিম যেটির মালিক হচ্ছে Templateyard.

আর এটি প্রায় অনেক মানুষ ব্যবহার করে এবং এটির প্রিমিয়ামটির দাম অনেক।

থিমটি একটি রেস্পন্সিবল থিম যেখানে মোবাইল ও ডেস্কটপ ভার্সন দুটোই আছে।

থিমে যেমন ফিচার আছে তেমনি মোবাইল ফ্রেন্ডলি।

যা আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং আপনার প্রফেশনাল ব্লগে ব্যবহার করতে পারবেন।

আপনি ইচ্ছে করলে থিমের কালার সহ ফন্ট ইনস্টল করে আপনার সাইটকে অন্যরকম লুক দিতে পারবেন।


Download

৩// Seo Pro:

Seo থিমের রাজা থিম হচ্ছে Seopro থিম।

থিমটির নাম যেমন কাজও তেমন Seo অপ্টিমাইজ খুবই দ্রুত গতি সম্পূর্ন।

 এজন্য


ই এই থিমকে Seoথিমের রাজন বলা হয়।

তাছাড়া থিমে রয়েছে অসাধারন কিছু ফিচার ও সুন্দর ডিজাইন যা আপনার ব্লগিংয়ে অভিজ্ঞতাকে পাল্টে দিবে।

থিমে রয়েছে নেভিতেশন বার সহ ডার্কমোড সুবিধা।

এই থিমটি আপনার পচন্দ হবে কারন এই থিম কোনো কন্টেন্টকে গুগোলে দ্রুত র্যাংক করে।

প্রিমিয়ামটি ডাউনলোড করে নিনঃ

Download

৪// SeoIfy:

বর্তমানে আমি যে থিমটি ব্যবহার করছি সেটিও এই থিম।

থিমের কিছু আলাদা বৈশিষ্ট থাকার কারনে আমি এই থিম ব্যবহার করছি।

তাছাড়া থিমে রয়েছে ট্রেন্ডিং পোষ্ট সুবিধা যা আপনার ইউজারদেকে দিবে অন্যরকম অনুভূতি।

তাছাড়া থিমটি মোবাইল ফ্রেন্ডলি এবং রেস্পন্সিবল থিম।

আর আপনারা আমার সাইটটি কো দেখছেনই কেমন সুন্দর।

আনল কখা বলতে গেলে এই থিমটিও খুবই ভালো। থিমে রয়েছে সকল নতুন ফিচার যা দেখতে ও ব্যবহার করকে অনেক উপকারি ও চমৎকার।

Download

পরিশেষে বলতে চাইঃ

কোন থিম কী ফিচার আছে তা দেখালাম না কারন যেহেতু থিমগুলো প্রিমিয়াম তাই থিমে সকল প্রিমিয়াম ফিচারই থাকবে।

যা আপনি ব্যবহারের পরে দেখতে পারবেন।

আর আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটি থিমের প্রিমিয়াম ভার্সনটি আপনাদেরকে বিনামূল্যে দিচ্ছি যাতে থিমগুলো কিনতে আপনার কোনো টাকা না লাগে।

আর থিমে রয়েছে অ্যাড বসানোর জন্য আলাদা জায়গা।

আপনি ইচ্ছে করলে থিমে সকল প্রকার অ্যাড বসাতে পারবেন।

উপরে উল্লিখিত সকল থিমেই আমার পচন্দ।


ফর হেল্পঃ

বন্ধুরা যদি থিমগুলো নিয়ে তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে ফেসবুকে আমি।

অথবা আমাদেরকে Contact Form এর মাধ্যমে জানাতে পারো। 

আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করবো।

পোষ্টটি ভালো হলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো💌


Post a Comment

Previous Post Next Post