Ads

 সফল ব্লগার হতে সকলেরই মন চাই আর সফল ব্লগার মানেই হচ্ছে অনেক পরিশ্রমের ফসল যা আপনি চাইলেই পাবেন না।

এটিকে আপনি পেতে হলে আপনাকে হতে হবে প্রচুর পরিশ্রমি ও ধৈর্যবান।

আর নতুন ব্লগাররা কিছু ভুল মনোভাবের কারনে ব্লগিংয়ে সফল হতে পারেনা।

আর নতুন ব্লগাররা কীভাবে ব্লগিংয়ে দ্রুত সফল হবেন সে নিয়েই আজকে আমার পোষ্ট।

সফল ব্লগার মানেই একজন পার্ফেক্ট ব্লগার যা আপনার মেধাশ্রম দিয়ে তৈরি।

তাই তোমরা যারা নতুন তারা পোষ্টটা মনোযোগ দিয়ে পড়ো কারন আমি আজকে এই পোষ্টে দেখাবো কীভাবে অল্পদিনে ব্লগিংয়ে সফলতা আনবেন।

আর পুরো বিষয়টি ভালোভাবে বোঝার জন্য পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন।


নতুন ব্লগাররা সফল হওয়ায় কিছু টিপ্সঃ

(১) প্রচুর লেখালেখির দক্ষতাঃ

ব্লগারে সফল হতে তোমাদের প্রথমে প্রয়োজন লেখালেখি করার প্রচুর দক্ষতা।

কারন লেখার দক্ষতা ছাড়া আপনি কোনোদিন ব্লগারে সফল হতে পারবেন না।

কারন আপনি যদি ভালো কিছু লিখতে না পারেন তাহলে আপনার লেখালেখি কেউ পড়বে না।

আর লেখালেখির মাধ্যে আরো একটি প্রয়োজন আপনার মেধাশ্রম।

আপনার যদি লেখালেখির বিষয়ে কোনঁ ধারনা নাথাকে তাহলে আপনি কী লিখবেন।

তাই আপনার লেথালেখির পাশাপাশি আপনার থাকতে হবে মেধা।


(২) আপনার লেখালেখির মানসিক অবস্থা থাকতে হবেঃ

আপনি কোনো একটা টপিক লিখতে বসলেন কিন্তু আপনি কী নিয়ে লিখবেন সেটি খুজে পাচ্ছেন না।

তাহলে এটি হবে আপনার লেখালেখির মানসিক অবস্থার অভাব।

আর আপনি যদি আপনার লেখালেখির মানসিকতা বাড়াতে চান তবে আপনার প্রয়োজন পচুর পড়াশুনা।

কারন আপনি যদি নাজানেন কীভাবে একটি ইউনিক কন্টেন্ট লিখতে হয় না জানেন তাহলে আপনি কীভাবে একটি ইউনিক কন্টেন্ট লিখবেন।

আর ইউনিক কন্টেন্ট লিখার জন্য আপনাকেও অন্যের পোষ্ট পড়ে নিজেকে ইউনিক কন্টেন্ট লিখার উপযোগি করতে হবে।

আর তার জন্য আপনার প্রথমে প্রয়োজন কোনোকিছু লেখার সুস্পষ্ট ও ভালো মানসিকতা।


(৩) কপি পোষ্ট ও নিম্ন কন্টেন্ট লিখা বর্জন করুনঃ

নতুন ব্লগাররা যে ভুলটি পথমে করে সেটি হচ্ছে অন্যের সাইট থেকে পোষ্ট কপি করে নিজের সাইটে ব্যবহার করে।

কিন্তু কিছুদিন পর যখন সাইটে ভিজিটর আসেনা তখন বেকার হয়ে ঘুরে।

তাই ব্লগারে সফল হওয়ার জন্য আমি প্রথমে বলবো আপনি আপনার সাইটে কপি পোষ্ট করা পরিহার করুন।

কারন কপি পোষ্ট একটি অনৈতিক কাজ এবং গুগোলে আপনার পোষ্ট কখনো র্যাংক করবে না।

আর আপনি যদি সবসময় কপি পেষ্ট করেন তবে কোনো একদিন আপনার মনে কখনো ভালো চিন্তাধারা আসবে না।

এমনকী আপনার সৃজনশীলতা হারিয়ে পর্যন্ত যেতে পারে।

তাই সফল ব্লগার হতে আজই কপি পোষ্ট পরিহার করুন।


(৪) SEO সমৃদ্ধ ইউনিক কন্টেন্ট লিখুনঃ

সফল ব্লগাররা এ পর্যন্ত কখনো কোনো কন্টেন্ট নকল বা কপি করেন নি।

তারা সর্বদা নিজের চেষ্টা ও শ্রমদিয়ে ভালো ও ইউনিক কন্টেন্ট লিখে সফল হয়েছে।

তারা এপর্যন্ত সবসময় ইউনিক ও স্পষ্ট বিষয়নিয়েই পোষ্ট লিখে আসছে।

আপনি যদি চান একজন সফল ব্লগার হতে তাহলে আপনার লিখিত কন্টেন্ট হতে হবে এসইও সমৃদ্ধ ইউনিক কন্টেন্ট। 

আপনার প্রতি পোষ্টে কমপক্ষে ৫০০ ওয়ার্ডের সমন্বয়ে হতে হবে আর সর্বোচ্চ ২ হাজার শব্দের হতে হবে। 

আর আপনার কন্টেন্টে সকল বানান হতে হবে নির্ভুল এ স্পষ্ট। 

মোট কথা আপনার সকল কন্টেন্ট সব দিক দিয়েই ভালো ও সুন্দর হতে হবে।


(৫) সুন্দর রেস্পন্সিবল থিম ব্যবহার করুনঃ

আপনি যত সুন্দর কন্টেন্ট লিখন নাকেন আপনার সাইটের থিম যদি সুন্দর না হয় তাহলে আপনার ব্লগিং ভালো হবে না।

কারন ওয়েবসাইটের মূল বিষয় হচ্ছে সাইটের থিম বা ডিজাইন।

আপনি আপনার সাইটে এমন ডিজাইন করুন যাতে ভিজিটর ভালোভাবে আপনার সাইট ব্রাউজ করতে পারে।

আপনার সাইটে ভিজিটর ভালো পাওয়া ও ধরে রাখার জন্য সুন্দর থিম খুবই প্রয়োজনীয়।

আপনার সাইটের থিম হতে হবে রেস্পন্সিবল ও মোবাইল ফ্রেন্ডলি।


(৬) সাইটকে ভালোভাবে Seo করাঃ

আপনি একটি ওয়েবসাইট বানালেন কিন্তু সেই সাইট যদি আপনি সার্চ ইন্জিনে জমা না দেন তাহলে কেউ আপনার সাইট সার্চ ইন্জিনে খুজে পাবে না।

আর আপনার সাইট খুজে না পেলে আপনি আপনার সাইটে ভিজিটর খুবই কম পাবেন।

সাইটে ভিজিটর পাওয়া প্রথম ধাপ হচ্ছে সার্চ ইন্জিনে সাইট সাবমিট করা ও সাইটে নানা ভাবে সার্চ ইন্জেন অপটিমাইজেশন করা।

এসইও করার মাধ্যমে আপনার সাইটের সকল কন্টেন্ট সার্চ ইন্জিন খুজে পাওয়া যাবে তা যেকেউ খুজে পাবে। 

ব্লগিংয়ে সফল হওয়ার জন্য এটিও খুবই গুরুত্বপূর্ণ।


(৭) বেশি বেশি গেষ্ট পোষ্ট করাঃ

আপনার সাইটে কন্টেন্ট লিখার পাশাপাশি জনপ্রিয় যে ফোরাম সাইটগুলো আছে সেগুলোতেও ইউনিক কন্টেন্ট লিখুন এবং কন্টেন্টের সবার নিছে আপনার সাইট ভিজিট করার অনুরোধ করুন।

আপনার গেষ্ট পোষ্ট ভালো হলে অন্যরাও আপনার সাইটে ভিজিট করবে ভালো কিছু পড়ার জন্য।

শুধু গেষ্ট পোষ্টেই নয় অন্য সাইটের যেকোনো পোষ্টে আপনি কমেন্ট করতে পারেন। 

যদি অন্যের সাইটের কোনো কন্টেন্টে বানান ভুল হয় তাহলে আপনি ভুলটি ধরিয়ে দিতে পারেন।

গেষ্ট পোষ্ট করার মাধ্যমে আপনার সাইটের ব্যাকলিংক বৃদ্ধি পাবে যা আপনার সাইটকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।


পরিশেষে বলতে চাইঃ

একজন সফল ব্লগার হতে হলে উপরের তথ্যগুলো মাথায় রেখে সততার সাথে কাজ করে যেতে হবে।

উপরের একটি কম হলে আপনার সফল ব্লগার হওয়ার পথে বাধা হয়ে দাড়াবে।

সফল ব্লগার একটি পরিশ্রমের ফসল যেটি টাকা দিয়ে কেনা যায় না।

বন্ধুরা আমার আজকের টিউনটি আপনার কাছে কেমন লাগলো।

যদি ভাল লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তারাও পড়তে পারে।


Post a Comment

Previous Post Next Post