Ads

 বন্ধুরা তোমাদের সাথে আমি আজকে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছেঃ

waphosts এ কীভাবে অ্যাডসেন্স এপ্রুভাল নিবেন।

বন্ধুরা ঠিকই দেখেছো। তোমরা ইচ্ছে করলে waphosts থেকেও অ্যাডসেন্স অনুমোদন পেতে পারো।

কীভাবে পাবে সেটি জানতে সম্পূর্ন পোস্টটি মনোযোগ দিযে পড়ুন।



কিছু কথাঃ

অ্যাডসেন্স পেতে আবেদন করবেন কিন্তুু আপনি কী অ্যাডসেন্স এর নিয়ম কানুন গুলো জানেন?

যদি আপনি নিযম কানুন না জানেন তবে গুগর থেকে পড়ে নিবেন।

কারন অ্যাডসেন্সের নিয়ম বহির্ভূত হলে আপনি অ্যাডসেন্স পাবেন না।

তাই অ্যাডসেন্সের নিয়ম নিতির উপর বিশেষ মনোযোগ দিবেন।


waphosts এ অ্যাডসেন্স পেতে কী করনীয়ঃ

অ্যাডসেন্স পেতে আপনার প্রথম করনীয় হচ্ছে আপনার waphosts ওয়েবসাইটটির জন্য একটি পেইড ডোমেইন ব্যবহার করা।

পেইড ডোমেইন ছাড়া এই পর্যন্ত কেউ অ্যাডসেন্স পেয়েছে বলে আমার মনে হয়না।

যদিও পেয়ে থাকবে তবে সেটি waphosts তে না।

সেটি হতে পারে ব্লগার সাইট।

আর আপনিতো waphosts এ অ্যাডসেন্স পেতে চান তাই আপনি চেষ্ঠা করবেন কোনো. com ডোমেইন নিতে।

আপনার যদি টাকার অভাব থাকে কবে সাধারন একটি. xyz ডোমেইন দিয়ে কাজ করতে পারেন।


কেমন কন্টেন্ট লিখবেনঃ

আপনি আপনার সাইটে এমন কন্টেন্ট লিখুন যেগুলো অন্য কোনো সাইটে নাি বা খুজে পাওয়া যায় না।

আপনার সাইটে প্রত্যেকটি কন্টেন্ট মিনিমাম ৫০০ ওয়ার্ডের হতে হবে।

আর কন্টেন্ট লিখার সময় চেষ্ঠা করবেন যেন আপনার কন্টেন্টটি SEO সমৃদ্ধ হয়।

কারন SEO সমৃদ্ধ পোস্ট ভিজিটরদের মনোযোগ কারে এবং গুগল রেংকিংয়ে টপ লেভেলে থাকে।


কী কী বিয়ষ নিয়ে কন্টেন্ট লিখবেনঃ

আপনি বর্তমানে যে বিষয়গুলোতে মানুষের আগ্রহ বেশি সে বিষয় নিয়ে লিখতে পারেন।

তাছাড়া আপনি কোনো টেকরিরেটিক পোস্ট লিখতে পারেন।

কোনো খবর বা প্রতিবেদন লিখতে পারেন।

কোনোকিছুর রিভিউ লিখতে পারেন।

আপনি যে বিষয় নিয়েই কন্টেন্ট লিখেন না কেনো সেটি ৫০০ ওয়ার্ডের মতো হতে হবে।


কী কী কন্টেন্ট নিয়ে লিখবেন নাঃ

আপনি পোস্ট লিখবেন ভালো কথা।

কিন্তু কোনোদিন কোনো অনৈতিক বিষয় নিয়ে লিখবেন না।

যেমন ১৮+ কোনো পোষ্ট লিখবেন না।

যদি আপনি ১৮+ বিষয় নিয়ে কোনো পোষ্ট করেন তবে আপনি কখনোই অ্যাডসেন্স পাবেন না।


তাছাড়া কোনো হ্যাকিং নিয়ে কোনো টোটরিয়াল লিখবেন না।

কোনো কপি পেষ্ট করা পোষ্ট করবেন না।


waphosts এ কেমন থিম ব্যবহার করবেনঃ

আপনি আপনার waphosts সাইটে এমন থিম ব্যবহার করুন যে খিমটি খুব সহজেই ব্যবহার করা যায়।

থিমে মোবাইল ভার্সন ও ডেস্কটপ ভার্সন দুটোই যাতে থাকে সেদিকে লক্ষ রাখবেন।

কারন আপনার সাইটে শুধু মোবাইল ভার্সন আছে তাহলে সেটি মোবাইল ফেন্ডলি হবে কিন্তু ডেস্কটপ ফ্রেন্ডলি হবে না।

তাই চেষ্ঠা করবেন থিমে ডেস্কটপ ভার্সন রাখতে।

আপনি চাইলে থিম তৈরিতে অন্য কারোর সাহায্য নিতে পারেন।

অনেক সময় দেখা যায় থিমের কারনেও অ্যাডসেন্স আবেদন রিজেক্ট করে দেয়।


অন্য কোনো অ্যাড থাকলে রিমুভ করুনঃ

আপনি যদি আপনার সাইটে অন্যকোনো  অ্যাডনেটওয়ার্কের অ্যাড বসিয়ে থাকেন তবে সেটি এখনই রিমুভ করে ফেলুন।

কারন সাইটে অন্য থার্ড পার্টি অ্যাড থাকলে আপনি অ্যাডসেন্স পাবেন না।

উল্লেখ্যঃ waphosts এ যদিও কোনো ডিফল অ্যাড থাকে না তবুএ এই কোডটি আপনার সাইটের ফুটারে বসিয়ে দিন।

কোডঃ<div class='"> ফুটার বসিয়ে দিন।


আপনার সাইটে কী কী পেইজ থাকা প্রয়োজনঃ

আপনার সাইট অ্যাডসেন্সে আবেদন করার আগে আপনার সাইটে অবশ্যই এই পাঁচটি পেইজ যুক্ত করবেন।

About us, Contact Us, Term of Use, Contact Us, Disclaimer  

এই পাঁচটি পেইজ ছাড়া অ্যাডসেন্সে আবেদন করলে আবেদন সোজা রিজেক্ট করে দিবে।

তাই  আপনার সাইটে এই ৫ টি পেইজ অবশ্যই যোগ করবেন সাথে আপনার সাইটে কোনো পেইজ যেন ফাকা না থাকে।


ইউজার ফ্রেন্ডলি করুনঃ

আপনার সাইট যাতে ইউজাররা সহজে ব্যবহার করতে পারে সেদিকে বিষেষ লক্ষ রাখুন।

ইউজারদের কমেন্ট করার ব্যবস্তা করুন।


আপনি যদি উপরে উল্লিখিত ভাবে আপনার সাইট পরিচালনা করেন তবে আপনি অ্যাডসেন্স পাবেন আমি নিশ্চিত।


বন্ধুরা আমার আজকের টিউনটি আপনার কেমন লাগলে।

নিশ্চয় ভালো লেগেছে।


Post a Comment

Previous Post Next Post