Ads

 হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই?

আল্লাহর রহমতে নিশ্চয় আপনি ভালো আছেন।

আজকে আমি আপনাদের জন্য একটি নতুন টপিক নিয়ে এলাম।

কীভাবে আপনি আপনার হাতে থাকা  Symphony V140 ফোনটিকে কোনো রুট ছাড়াই কীভাবে নোটিফিকেশন এলার্ট বাল্ব বন্ধ করবেন সেটি দেখাবো।



আসলে নোটিফিকেশন এলার্ট বলতে আপনার ফোনে যখন কোনো মেসেজ আসে কিন্তু আপনি জানেন না তখন নোটিফিকেশন এলার্ট এর মাধ্যমে আপনার ফোনের উপরে একটি বাতি জ্বলে।

এই বাতি জ্বলার জন্য আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়।

আপনার ফোনে যতক্ষন পর্যন্ত এলার্ট চলতে থাকবে ততক্ষন পর্যন্ত আপনার ফোনের চার্জ শুধু কমবেই।

তাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনার ফোনের এলার্ট বন্ধ করবেন।


তবে তার আগে চলুন জেনে নেওয় যাক এলার্টটির বন্ধের সুবিধা গুলো।

বন্ধ করার সুবিধাঃ

১) আপনার ফোনের চার্জ শেষ হবে দেরিতে।

২) আপনার ফোন চার্জ হবে সুপার গতিতে।

৩) আপনার ফোনের সিষ্টেম ভালো থাকবে।


আরো অনেক সুবিধা তা বলে শেষ করা যাবে না।

তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে বন্ধ করবেন।


ধাপ ১ঃ

প্রথমে আপনার ফোনের নেটিংসে Settings এ চলে যান।

ধাপ ২ঃ তারপর ডিসপ্লেতে ক্লিক করুন।



ধাপ ৩ঃ 

তারপর Advance এ ক্লিক করুন।



ধাপ ৪ঃ তারপর নোটিফিকেশন লাইট এ ক্লিক করুন।



ধাপ ৫ঃ 

তারপর যতগুলো অন আছে সবগুলো বন্ধ করে দিন।



ডান আপনার কাজ শেষ,,☑️✅☑️✅✔️



বন্ধুরা আজকের ট্রিক্সটি আপনার কেমন লাগলো।

নিত্যনতুন আরো ভালো ভালো ট্রিক্স পেতে সবসময় আমাদের সাথেই থাকুন।

আর হে আপনি যদি আমাদের সাথে ফেসবুকে একটিব থাকতে চান তবে আমাদের ফেসবুক পেইজটি একটি লাইক দিয়ে দাও।

লাইক ফেসবুক পেইজ

ধন্যবাদ সবাইকে।






Post a Comment

Previous Post Next Post